ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মারধর ও লুটের বিচার দাবিতে মানববন্ধন

মারধর ও লুটের বিচার দাবিতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ার মাঝেরচরের ইজারাদার দুলাল হাওলাদারকে মারধর করে প্রায় দেড় লক্ষ টাকার নারিকেল ও ডাব লুট করে নেয়ার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত সোমবার বিকেলে উপজেলার সাংরাইল খেয়াঘাট সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় আহত দুলাল হাওলাদার জানান, তিনি এবং তার ভাই দীর্ঘদিন ধরে মাঝেরচর এলাকার নারিকেলের বাগান সরকারের কাছ থেকে ইজারা নিয়ে নারিকেল ও ডাব বিক্রি করে আসছেন। কিন্তু গত ২ সেপ্টেম্বর উপজেলার জানখালী গ্রামের মাইনুল হাওলাদারের পুত্র ববি ও অভি ৩০-৩৫ জনের একটি দল নিয়ে তাদের প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দুলাল হাওলাদার বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে বাম হাত ভেঙে দেন। পরে ৯৯৯-এ কল দিলে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে ববি ও অভি তাদের দলবল নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত