ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যার আগাম সতর্কতা বিষয়ে কর্মশালা

বন্যার আগাম সতর্কতা বিষয়ে কর্মশালা

ভূরুঙ্গামারীতে বন্যার আগাম সতর্ক বার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রভাতী প্রকল্পের ডিডিএম কম্পোনেন্ট এ কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন, নিতাই চন্দ্র দে সরকার, পরিচালক এম আই এম বিভাগ ও সমন্বয়ক প্রভাতী প্রকল্প, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, প্রভাতীর উপ-প্রকল্প সমন্বয়ক হাফিজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত