গোলখালি রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় দক্ষিণ বেদকাশির ঘড়িলাল বাজার হয়ে গোলখালি অভিমুখী ১১৮ চেইন ডাবল ইটের সোলিং রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২ কোটি টাকার বেশি ব্যয়ে রাস্তাটির মেরামত কাজ চলমান রয়েছে। নিম্নমানের লাখ লাখ ইট বিছানো, কাদামাটিযুক্ত বালু দিয়ে দায়সারা গোছের রাস্তা মির্মাণ করায় এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, যেনতেনভাবে রাস্তাটির সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার।

কাদাযুক্ত বালু দিয়ে রাস্তায় নিম্নমানের ইট বিছানো হচ্ছে। মোটরসাইকেল, ভ্যানে চলাচল করতে ইট নড়বড় করছে। নিম্নমানের ইট পরিবর্তন করে ভালো ইট দিয়ে রাস্তার কাজ করার কথা স্থানীয়রা বার বার জানানো সত্বেও ঠিকাদারের লোকজন তোয়াক্কা করছে না। উপজেলা প্রকৌশলী দপ্তরের একজন উপ-সহকারী প্রকৌশলী ১০/১২ দিন আগে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছিলেন এবং নিম্নমানের ইট সরিয়ে ভালো ইট, কাদাযুক্ত বালু সরিয়ে ঠিকমতো বালু ফেলে রাস্তার কাজ করতে নির্দেশ দেন। কিন্তু নির্দেশনা না মেনে আবারো দায়সারাভাবে রাস্তার কাজ শুরু হয়েছে। শরিফুল নামের সাব-ঠিকাদার জানান, কয়রার জায়গীরমহল গ্রামের ইটভাটার ম্যানেজার আ. রউফ টোটন আমাদের কাছ থেকে ১নং ইটের মূল্য হিসেবে ৩৫ লাখ টাকা বুঝে নিয়েছেন। অথচ তিনি আমাদেরকে নিম্নমানের ইট দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান মোড়ল আছের আলী বলেন, নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করায় আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু কয়েকদিন পর ঠিকাদার আবারো কাজ শুরু করেছে।