ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার মো. সাইফুজ্জামান এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মনিরুজ্জামান ফকিরের পরিচালনায় সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডা, চলমান মামলায় দ্রুত আসামিদের গ্রেপ্তারসহ নানা অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি সুবল বিশ্বাস, সকালের সময়ের প্রতিনিধি এস এম আরাফাত হাসান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি বেলাল রিজভী, দেশ রূপান্তরের প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাগর হোসেন তামিম, আনন্দ টিভির প্রতিনিধি ম ম হারুনুর রশীদ, যায়যায়দিনের প্রতিনিধি মনজুর হোসেন, দিনকালের প্রতিনিধি গাউছ উর রহমান, এশিয়ান এইজ’র সাংবাদিক সাব্বির হোসেন আজিজ, মানবজমিন ও সোনালী বার্তার প্রতিনিধি মহিবুল আহসান লিমনসহ অন্যান্যরা। সভায় নবাগত মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নাশকতা, সন্ত্রাস, মাদক উগ্রবাদ, জঙ্গী নির্মূলে যা যা করার অতীতের ন্যায় আগামীতেও তা করব। সবার ঊর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক এটাই আমরা প্রমাণ করবো। যা এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। ফোন করে নয়, সরাসরি অফিসে এসে আমাদের কাছে এসে সব ধরনের সহযোগিতা নিতে পারবেন। আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করব। সর্বদা সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে। আর এটাই আমাদের প্রতিশ্রুতি। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে উপস্থিত সব সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সবার মতামত ও পরামর্শ বাস্তবায়নের সর্বাত্মক প্রতিশ্রুতি দেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত