হবিগঞ্জের মাধবপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের মো: জালাল উদ্দিনের ছেলে সালমান উদ্দিন (৩৩), শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকার মৃত জলফু মিয়ার ছেলে মো: স্বপন মিয়া (৩১), মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের আলেক চৌধুরীর ছেলে জীবন চৌধুরী (২৫), একই উপজেলার হারিছপুর গ্রামের মো: সোয়াব আলীর ছেলে মো: নাসির মিয়া (৫৬)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকা, ২টি মোবাইল ফোন একটি প্রাইভেট কার ও ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ধারালো রাম দা উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৬ সেপ্টেম্বর আনুমানিক রাত ১২টার দিকে সিলেটের স্থানীয় বাসিন্দা মছরুর আহমেদ তার মেয়ের জামাই বিদেশযাত্রী ওমর মোস্তফাসহ পরিবারের ৮ জন সদস্য ঢাকা শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে একটা মাইক্রোবাস যোগে রওনা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় পৌঁছালে উল্লেখিত ডাকাত দলের সদস্যসহ আরো অজ্ঞাত ১০ থেকে ১২ জন ডাকাত গাড়ি আটকে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। এ সময় মছরুর আহমেদের মাইক্রোবাসটি ছিনতাই করে এবং তাদের হাত, মুখ বেঁধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ফয়েজাবাদ নামক স্থানে নিয়ে যায়।
ওই সময় তাদের সাথে থাকা নগদ প্রায় ৮১ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় মছরুর আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলা আমলে নিয়ে আসামিদের ধরতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গত বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করে।