ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

যৌথ বাহিনীর হাতে দুই মাদককারবারি গ্রেপ্তার

যৌথ বাহিনীর হাতে দুই মাদককারবারি গ্রেপ্তার

এবার যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন অর্ধশতাধিক মাদক মামলার আসামি চুয়াডাঙ্গার চিহ্নিত মাদকসম্রাজ্ঞী শিপরা বেগম। গতকাল শহরের বুজরুকগরগড়ি বুদ্ধিমানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়। এছাড়া, আলমডাঙ্গা থেকে আরো দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে একই আভিযানিক দল। জানা গেছে, গতকাল দুপুর পৌনে ৪টার দিকে শহরের বুজরুকগরগড়ি বুদ্ধিমান পাড়ায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানসহ সেনাবাহিনীর সদস্যরা। এসময় ওই এলাকার অর্ধশতাধিক মাদক মামলার আসামি চিহ্নিত মাদকসম্রাজ্ঞী বাবুল শেখের স্ত্রী শিপরা বেগমকে (৭০) আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন। অপরদিকে, আলমডাঙ্গার হারদীতে অভিযান চালায় একই আভিযানিক দল। অভিযানে হারদী গ্রামের সরদার পাড়ার আরব আলীর ছেলে শরিফুল ইসলামকে (২৮) ১০০ গ্রাম গাঁজা, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন পরিদর্শক নাজমুল হোসেন খান। এছাড়া বিকাল সাড়ে ৫টার দিকে হারদীর শেখ পাড়া থেকে আরেক মাদক ব্যবসায়ী রেখা খাতুনকে (৪০) আটক করা হয়। তিনি ওই এলাকার সুইট মোল্লার স্ত্রী। তার দেহ তল্লাশি করে ৫.৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তার বিরুদ্ধেও আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত