আমরা সিরাজগঞ্জবাসীর আয়োজন

সিরাজগঞ্জে এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আমরা সিরাজগঞ্জবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্মসম্পাদক হারুন অর রশিদ খান হাসান, যুগ্মসম্পাদক নুর কায়েম সবুজ, সিনিয়র আইনজীবী রফিক সরকার, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ। বক্তারা বলেন, সিরাজগঞ্জ শহর এক সময় ছিল রেলের শহর। শহরের বাজার স্টেশন এলাকায় লোক সমাবেশ থাকতো। আর এখন রেলশূন্য এই সিরাজগঞ্জ শহর। সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেন চলাচল করতো। ছাত্র জনতা আন্দোলন চলাকালে ৪ আগস্ট থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস থেকে এ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ঢাকামুখী যাত্রী সাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জনস্বার্থে এ ট্রেন দ্রুত সময়ের মধ্যে চলাচলের দাবি জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে পুনরায় এ ট্রেন চলাচল না হলে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ মানববন্ধনে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান, শেখ মো. এনামুল হক, সেচ্ছাসেবক নেতা আনোয়ার হোসেন রাজেশসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।