ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মাছ ধরতে বাধা দেয়ায় দুই সন্তানের জননীকে কুপিয়ে জখম

মাছ ধরতে বাধা দেয়ায় দুই সন্তানের জননীকে কুপিয়ে জখম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবত্র গ্রামে আবুল বাশার ওরফে জলিল নামে এক গার্মেন্টস কর্মীর পুকুর থেকে জোর পূর্বক মাছ ধরায় বাধা দেয়ায় তার স্ত্রীকে কুপিয়ে জখম ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে মোস্তফা মৃধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এসময় মোস্তফার ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত দুই সন্তানের জননী মমতাজ বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত মোস্তফা মৃধা উপজেলার দেবত্র গ্রামের কালা মিয়ার পুত্র। আহত সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে মোস্তফা মৃধা গার্মেন্টস কর্মী আবুল বাশার ওরফে জলিলের পুকুরে বরশি দিয়ে জোর পূর্বক মাছ ধরতে ছিলেন।

এ সময় জলিলের পুত্র মাদ্রাসাপড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান এতে বাধা দিলে তাকে মারধর শুরু করেন। নোমানের ডাকচিৎকারে তার মা মমতাজ বেগম পুত্রকে উদ্ধার করতে গেলে মোস্তাফা তাকেও মারধর করেন এবং এক পর্যায়ে দাও দিয়ে মাথায় কোপ দেন।

পরে স্বজনরা মমতাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানান, খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত মমতাজকে দেখে আসেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত