ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাসকালাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে ২১০ জন কৃষকের মাঝে। গত বুধবার দুপুরে বিরল উপজেলায় চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২১০ জন কৃষকের মাঝে মাসকালাই ও গ্রীষ্মের পেঁয়াজের বীজ এবং সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও বহ্নি শিখা আশা। উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, ৬০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে মাসকালাই বীজ এবং ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়। ১৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজের বীজ এবং ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। উৎপাদন বৃদ্ধি করে কৃষি খাতকে আগেই নেয়ার জন্যই সরকার কৃষকদের প্রণোদনা দিচ্ছেন বলে জানান বক্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত