রাতের আঁধারে মৎস্য প্রকল্পের মাছ লুট
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রহরীদের মারধর করে মৎস্য খামার থেকে লুট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৩টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় খানসাব ও নুরুল আবছার নামে দুই প্রহরীকে মারধর করেছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। মৎস্য প্রকল্পের মালিক মো. ছলিম উল্লাহ জানান, গত ৫ আগস্টের পর থেকে আমার প্রকল্পের মাছ লুট করে নেয়ার জন্য ইকবাল নামে এক সন্ত্রাসী বার বার হুমকি দেয়। কয়েকদিন আগে প্রকল্প থেকে মেশিন নিয়ে যায়। গত বুধবার রাত ৩টার দিকে ৯ একর প্রকল্পের প্রহরীদের মারধর করে আটকে রেখে কয়েকটি প্রকল্পে জাল দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এর আগে মেশিনসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।