ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাতের আঁধারে গৃহ নির্মাণ!

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাবে জায়গা দখল চেষ্টার অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাবে জায়গা দখল চেষ্টার অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাবে জায়গা দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ছনুয়া ইউপির আমান উল্লাহ চৌধুরী। গত বুধবার সন্ধ্যায় বাঁশখালী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে ছনুয়া ইউপির ৫নং ওয়ার্ডে আমার প্রায় ৫ একর পৈত্রিক জায়গা দখলে নেয়ার চেষ্টা করছে একটি ভূমিদস্যু চক্র। তারা আমার জায়গাতে একটি ঘর তৈরি করেছে, সেই ঘরে আগুন দিয়ে আমাদের মামলায় ফাঁসানোর চেষ্টাও করছে তারা। আমাদের প্রতিপক্ষ মৃত মোকাররেমুল কাদের চৌধুরীর মৃত্যুর পর তার ওয়ারিশদের একজন আদালতের এপিপি থাকার সুবাদে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ছত্রছায়ায় থেকে এতদিন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও এখন বিএনপির নাম ব্যবহার করে এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন। আমান উল্লাহ চৌধুরী সংবাদ সম্মেলনে আরো বলেন, আমার প্রতিপক্ষ এতদিন ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে আমাকে জায়গার ভোগ দখলে বিঘ্ন সৃষ্টি করেছে। আমাদের প্রায় পাঁচ একর জায়গা রাজনৈতিক প্রভাব কাটিয়ে জবরদখল করে রাখলেও গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ওই জবরদখলকৃত জায়গায় অবৈধভাবে গৃহ নির্মাণ করে। আমার খতিয়ানভুক্ত জায়গার উপর ঘর তৈরি করে জায়গা দখলে নেয়ার চেষ্টা, না হয় ঘরে আগুন দিয়ে আমাদের চাষাদের মামলায় জড়ানোর চেষ্টা করছে। প্রতিপক্ষরা তাদের নামীয় যেই খতিয়ান সৃষ্টি করেছে তা বাদ দিয়ে পার্শ্ববর্তী আমাদের খতিয়ানভুক্ত জায়গার উপর সন্ত্রাসী বাহিনী দ্বারা ত্রাস সৃষ্টি করছে। আমি সার্ভেয়ার নিযুক্ত করলে সন্ত্রাসীরা সার্ভেয়ারকে ধমক দিতে থাকেন। তাদের কাছে এই জায়গার কোনো কাগজপত্র নেই। আমি এই ঘটনায় স্থানীয় ও ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনানুগ সহযোগিতা কামনা করছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কন্যা ফেরদৌসী সুলতানা চৌধুরানী, বোনের জামাতা মোহাম্মদ কাশেম ও ভগ্নিপতি শাকিব হাসান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত