কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে কিশোর গ্যাং প্রতিরোধে গত বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ভূঞাপুর উপজেলা কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার, কিন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, আব্দুল করিম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাছান সারোয়ার লাভলু, কিশোর গ্যাং প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া মুকুল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ভূঞাপুরের জনগণ দীর্ঘদিন যাবত কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে।
ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় কিশোর গ্যাংয়ের আড্ডাখানা। কিশোর গ্যাংয়ের সদস্যরা ছাত্রীদের ইভটিজিংসহ ছাত্রছাত্রীদের টিফিনের টাকা, নারীদের ব্যাগ ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।