ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেহেরপুর জেনারেল হাসপাতাল

জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মেহেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আঙ্গিনায় পরিষ্কার-পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করে মেহেরপুর জেলা জামায়াতের নেতাকর্মীরা। কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার। আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির মাহাবুবুল আলম, জেলা জামাতের সেক্রেটারি ইকবাল হুসাইন, সহকারী সেক্রেটারি রুহুল আমিন, জামাতের পৌর আমীর সোহেল রানা ডলার সহ জেলা ও পৌর শাখার জামায়াত নেতারা। দিনব্যাপী কর্মসূচিতে হাসপাতাল আঙ্গিনার ফাঁকা জায়গাগুলোতে জমে থাকা ময়লা-আর্জনা ও আগাছা কেটে পরিষ্কার করার পর বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচি শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে হাসপাতাল পরিষ্কার রাখতে আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন আমির তাজউদ্দিন খান। পরে হাসপাতালের উদ্যান চত্বরে বৃক্ষরোপণ করেন নেতারা। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, রোগীর স্বজন ও সাধারণ মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত