ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জীবননগরে গাছ ফেলে সড়কে ডাকাতি

আহত দুই
জীবননগরে গাছ ফেলে সড়কে ডাকাতি

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত সদস্যরা ট্রাক চালক ও তার সহযোগীকে (হেলপার) মারপিট করে নগদ টাকা লুট করে নেয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার ট্রাক চালক আব্দুল ওয়াহেদ ও তার সহযোগী রাজু শেখ মারাত্মক ভাবে আহত হন। এ সময় তাদের কাছে থাকা নগত ১৫ হাজার টাকা লুট করে ডাকাত সদস্যরা। ট্রাক চালক ওয়াহেদ জানান, তিনি ও তার সহযোগী রাজু শেখ হরিনাকুন্ডু থেকে জীবননগর ফিরছিলেন। আন্দুলবাড়িয়া পোল ফ্যক্টারির পার হয়ে সন্তোষপুর দিকে আসলে হঠাৎ ১২/১৪ জন সড়কে গাছ ফেলে তাদের গাড়ি গতিরোধ করেন। মুখোশ ধারি ডাকাত দলের সদস্যরা হাতে বড় বড় দা নিয়ে তাদের উপর আক্রমণ শুরু করে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন। তিনি আরো জানান, তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার পর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তাদের সঙ্গে আরো একটি ট্রলি ও কয়েকটি গাড়ি গতিরোধ করতে দেখেন। গতকাল শুক্রবার দুপুরে ওই ঘটনাস্থল পরিদর্শন করেছে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ডাকাত সদস্যদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। দ্রুতই সব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত