ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আ.লীগ নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

আ.লীগ নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের জামপুর জামে মসজিদের ১০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদের টাকা আত্মসাৎকারী ক্যাশিয়ার মোমেন (৫২), এসহাক (৫৩), নয়ন (৩৫), মফিজুল (৩২), গোলাপ (৫৫) নামের পাঁচজনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মো: আব্দুল কাদির (৩৮) নামে এক ব্যক্তি। লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত শুক্রবার দুপুরে আব্দুল কাদির এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মসজিদের টাকা আত্মসাৎকারীদের কাছে মসজিদের কমিটি থাকাকালীন অবস্থায় গত ১৬ বছরের কোনো প্রকার মসজিদ এর উন্নয়ন ও যাবতীয় টাকা-পয়সার হিসাব চাইলে কোনো হিসাব দিতে রাজি হননি। গত শুক্রবার জুমা নামাজ শেষে আব্দুল কাদির ও এলাকার গণ্যমান্য ব্যক্তি আত্মসাৎকারী জামপুর ইউনিয়নের ৫নং আওয়ামী লীগ নেতা ক্যাশিয়ার মোমেন মিয়ার কাছে মসজিদের ১০ লাখ টাকার হিসাব চাইলে তিনি গালমন্দ এবং মারধর করে পরবর্তীতে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে সাধারণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে আত্মসাৎকারি মোমেন মিয়াকে প্রতিহত করে। এ বিষয়ে অভিযুক্ত মোমেন মিয়াকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত