কয়রায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিবৃতি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ৩০টি এতিমখানার মানবিক সহায়তা হিসেবে ৭৮ মেট্রিন টন জিআরের চাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া গিয়েছিল বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। পরবর্তীতে জিআরের চাল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অনুকূলে প্রদান করা হয়েছে। এক্ষেত্রে নিয়ম অনুযায়ি পিআইসি গঠন করে এতিমখানার সভাপতি ও সম্পাদকের কাছে চাল হস্তান্তর করা হয়। বরাদ্দের সকল কাগজপত্র উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে সংরক্ষিত আছে।