বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৯টি ঘর পুড়ে ছাই
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে বসতবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়েছে তিন পরিবারের প্রায় ২৫ জন্য মানুষ। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের দেনোনাথ চন্দ্রের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাথে দূরত্ব বেশি থাকায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। শুধু ঘরই নয়, আগুনে পুড়ে ছাঁই হয়েছে গবাদিপশু, নগদ টাকা স্বর্ণঅলংকারসহ প্রয়োজনীয় আসবাবপত্র। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপেন্দ্রনাথের ঘরে আগুন লাগে। এরপর একে একে বাড়ির আরও ৯টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাঁই হয়ে যায় সবকিছু। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন ৩টি অসহায় পরিবার। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তার ধারণা পাওয়া যায়নি। এ বিষয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের লিডার সাইদুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় সবকিছুই পুড়ে গেছে। ৪টি গরু পুড়ে মারা গেছে।