ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

পিরোজপুরের কাউখালী সদরে তিনটি ব্যবসা কেন্দ্রে চুরি সংগঠিত হয়েছে। উপজেলা সদরে থানা পুলিশের মাত্র কয়েকশ’ গজ দূরে অবস্থিত দক্ষিণ বাজার সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ভাই ভাই টেলিকম নামের একটি মোবাইলের দোকান ও দক্ষিণ বাজারের কালাম স্টোর নামে অপর একটি মুদির দোকানসহ উত্তর বাজার তালুকদার রাইস মিলে চুরি সংগঠিত হয়েছে। জানা গেছে, গত শনিবার দিবা গত রাতে দোকানের পিছনের দরজা ভেঙে এই চুরি সংগঠিত হয়েছে। ভাই ভাই টেলিকম স্টোরে মালিক রফিকুল ইসলাম জানান, গতকাল রোববার সকালে দোকান খুলে দোকানের পিছনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান।

পেছনের দরজা ভেঙে চোর চক্র ২০টি স্মার্টফোন ও নগদ প্রায় ৭০ হাজার টাকা নিয়ে যায়। চুরি যাওয়া মোবাইল ফোনের আনুমানিক দাম প্রায় ৩ লাখ টাকা বলে তিনি জানান। এছাড়া দক্ষিণ বাজারের মুদির দোকান কালাম স্টোরের মালিক মোঃ কালাম জানান, সকালে দরজা খুলে দোকানের ভেতরে ঢুকেতেই তার দোকানের পেছনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। দোকানে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্রান্ডের প্রায় ৮০ হাজার টাকার মূল্যের সিগারেটের কার্টন চুরি হয়ে যায় বলে দাবি করেন। এছাড়া উত্তর বাজার তালুকদার রাইস মিলের পিছনে নদীর পাড়ের দরজা ভেঙ্গে মিলে থাকা চাল চুরি হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, চুরির ঘটনা শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তদন্ত করে দেখছি। তিনি আরো বলেন ব্যবসায়ীরা যদি তাদের দোকানের সামনেও পিছনে রাতে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখত তাহলে হয়তো চুরি হতো না। কাউখালী বাজারসহ উপজেলা বিভিন্ন স্তরে আমাদের পুলিশ রাতে টহল দিচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত