ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৬টি অটোরিকশা চুরি

৬টি অটোরিকশা চুরি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সাহাপুর কাঠপট্টি একটি গ্যারেজ থেকে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় গ্যারেজ মালিক মল্লিকা বেগম বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে মল্লিকা বেগম জানান, দৈনিক ভাড়ার ভিত্তিতে তার গ্যারেজে প্রতিদিন অটোরিকশা রাখেন মালিকরা। শনিবার দিবাগত রাতে অটোরিক্সার মালিক আলমগীর, মিঠু, রিয়াজ, বাবুল দাস, জাকির হোসেন ও বিশু সাহা অটো রেখে বাড়িতে চলে যান। পরে রাতের কোন এক সময় চোরেরে গ্যারেজ থেকে ৬টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। পরে সকালে অটোরিকশার মালিকরা এসে দেখতে পান তাদের অটোরিকশাগুলো গ্যারেজে নেই। মল্লিকা বেগম অভিযোগে আরো উল্লেখ করেন, রাত সাড়ে ১২টার দিকে গ্যারেজ বন্ধ করেছেন। গ্যারেজের পাহাড়াদার আবুল হোসেন সিলেটে বেড়াতে যাওয়ায় তার ছোট ভাই সালাউদ্দিন গ্যারেজের পাহাড়ার দায়িত্বে ছিলেন। ভোর রাতে অটোরিকশার মালিকরা গাড়ি নিতে এসে গ্যারেজে অন্য তালা লাগানো দেখতে পান। তখন তালা ভেঙে ভেতরে ঢুকে অটোরিকশাগুলো চুরি হয়ে গেছে বুঝতে পারেন। এতে অটোমালিকদের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারি বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। চুরি যাওয়া অটোরিকশাগুলো উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত