ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খড়ার জালে আট কেজি ওজনের বোয়াল

খড়ার জালে আট কেজি ওজনের বোয়াল

পাবনা সাঁথিয়ায় কাগেশ্বরী নদীতে শ্রী আনন্দ হলদার নামের এক জেলের খড়ার জালে ৮ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। বিশাল আকারের মাছ ধরার খবরে মাছটি দেখতে এলাকাবাসি ভির জমায়। গত রোববার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে কাগেশ্বরী নদীতে খড়ার জালে মাছটি ধরা পড়ে। পরে বোয়াল মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মোট ১০ হাজার টাকায় কিনে নেন স্থানীয়রা। জেলে শ্রী আনন্দ হলদার জানান, প্রতিদিনের মতো আমি খড়ায় মাছ ধরছি হটাৎ করে খড়ায় মাছটি উঠে। পরে আশপাশের লোকজনের সহযোগীতায় মাছটি ধরি। তবে এ মাছটি কগেশ্বরী নদীর কি না সেটা বলতে পারছি না। মাছটি আমি এলাকাবাসীর অনুরোধে এলাকাতেই ১০ হাজার টাকা বিক্রি করে দিছি। মাছটি পেয়ে আমি খুব খুশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত