ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বোচাগঞ্জ থানার লুণ্ঠিত গুলি উদ্ধার

বোচাগঞ্জ থানার লুণ্ঠিত গুলি উদ্ধার

আওয়ামী লীগ সরকার পতনের পর বোচাগঞ্জ থানার লুণ্ঠিত অস্ত্র ও গুলির মধ্যে সামান্য কিছু গুলি পরিতেক্ত অবস্থায় পাওয়া গেছে। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, গত সোমবাব সকাল সাড়ে ১০টায় বোচাগঞ্জ থানা প্রাঙ্গণ পরিষ্কার পরিছন্ন করার সময় পশ্চিম দিকের সীমানা প্রাচীরের পাশে পরিতেক্ত অবস্থায় একটি লাল রঙের শপিং বেগ থেকে ২১ রাউন্ড চায়না গুলি ও ৩ রাউন্ড রাবার বুলেট পাওয়া যায়। গত ৫ আগস্ট সরকার পতনের পর বোচাগঞ্জ থানায় হামলা ভাঙচুর অগ্নি সংযোগ এবং অস্ত্র গুলি লুট করা হয়। পুলিশ কর্মকর্তা জিন্নাহ আল মামুন জানান লুণ্ঠিত অস্ত্র ও গোলা গুলির মধ্যে রয়েছে একটি শর্টগান ১৩৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি একটি ৯এম এম পিস্তল ও ২৪ রাউন্ড গুলি শর্টগানের ২৭৫ রাউন্ড লিড বল গুলি ৩টি লং রেঞ্জের টিয়ার সেল এবং শর্ট রেঞ্জর টিয়ার সেল ১০ রাউন্ড।

এ সময় থানায় জমাকৃত বেসরকারি ব্যক্তির লাইসেন্স এর ১৬টি একনালা বন্দুক ১টি রিভলবার ২২ বোর রাইফেলের ৩৩৮ রাউন্ড গুলি ১২বোর কার্টুজ ১৮৯ রাউন্ড এবং রিভালবারের গুলি ২১ রাউন্ড। উদ্ধারকৃত অস্ত্র হোছছে ৯এম এম পিস্তল ১টি ও এর গুলি ২২ রাউন্ড গেস সেল ৯টি চায়না রাইফেলের গুলি ৪৮ রাউন্ড শর্ট গানের কার্টুজ ১৫৪ রাউন্ড ৫টি একনালা বন্দুক এবং ১২বোর বন্দুকের গুলি ৩রাউন্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত