ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্মরণ কালের ভয়াবহ বন্যা

চলাচলের অনুপযোগী গ্রামীণ সড়ক-মহাসড়ক

চলাচলের অনুপযোগী গ্রামীণ সড়ক-মহাসড়ক

নোয়াখালীতে স্মরন কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ্য হয়েছে সড়ক মহা সড়ক গুলো। এতে চরম দূর্ভোগে পড়েছে এ সড়ক দিয়ে যাতায়তকারী হাজারো যাত্রী ও স্থানীয় মানুষ গুলো। পরিবহন চালকরা বলছেন অল্প বৃষ্টিতে এটি মহাসড়কটি পরিনত হয় মহাসাগরে। ভুক্তভোগী পথচারী ও স্থানীয়রা বলছেন এক একটি গর্ত যেন এক একটি মরন ফাঁদ। ফলে বাড়ছে সড়ক দূর্ঘটনা, ঘটছে প্রাণহানি।

শীঘ্রই সড়কটি সংস্কারের পদক্ষেপ না নিলে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়বে। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ্য হয়েছে গ্রামীন অবকাঠামো সহ সড়ক, মহাসড়ক গুলো। এমনি এক সড়ক লক্ষীপুর- চট্রগ্রাম, ঢাকা, ভোলা,খুলনা- নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়ত করছে দেশের দক্ষিন অঞ্চলের চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল খুলানাসহ ৮ জেলার হাজরো যাত্রী। জেলার বেগমগঞ্জ চৌরাস্তা-চন্দ্রগঞ্জ অংশের সাড়ে ১১ কি:মি: সড়কের মধ্যে প্রায় ৮ কি:মি সড়কই চলাচলের সম্পুর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সড়কে বাড়ছে দূর্ঘটনা, ঘটছে প্রাণহানি। সর্বনাশা বন্যার কারনে উঠে গেছে কার্পেটিং, সৃষ্টি হয়েছেন বড় বড় গর্তের। এসব গর্ত কোথাও কোথাও ১ থেকে দেড় ফুট গভীর হওয়ার কারনে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। ভুক্ত ভোগী পথচারী ও স্থানীয়রা বলছেন এটি মহাসড়ক নয় যেন মরনফাঁদ। বন্যার পানির কারনে সড়কটির এমন বেহাল দশা। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পরিবহন ব্যবসায়িরা, তেমনি কর্মহীন হয়ে পড়ছেন সিএনজি অটোরিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ গুলো। দ্রুত সড়কটি সংস্কারের দাবি পরিবহন চালক, যাত্রী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আলম লাভলু। মহা সড়কের এমন বেহাল দশার বিষয়টি নিশ্চিত করে শীঘ্রই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানান সৌম্য তালুকদার, নির্বাহী প্রকোশলী, সড়ক বিভাগ, নোয়াখালী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ ও বাস্তবায়নের মাধ্যমে শীঘ্রই মহাসড়টি নতুন রূপ ফিরে পাবে, কমবে সড়ক দূর্ঘটনা ও প্রাণহানি এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পথচারী ও পরিবহন চালকদের। এছাড়া নোয়াখালীতে সদ্য যোগদান কারি জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহম্মেদ জানান. তিনি যোগদানের পর থেকে বিভিন্ন উপজেলা রাস্তা ঘাট ও মানুষের যাতায়াতের লাগবের খোঁজ খবর নিচ্ছেন, মেরামতে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হযেছে। আশা রাখি দ্রুত সময় পর্যায়ক্রমে সব রাস্তা ঘাট মেরামত করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত