ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ছাতুয়া মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ছাতুয়া মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ছাতুয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সে সঙ্গে মাদ্রাসাটির হতাশাজনক শিক্ষার্থীর সংখ্যায় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করছেন। অভিযোগে জানা গেছে, মাদ্রাসাটির সুপার শহিদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে অনিয়ম ও অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক কালে কোন প্রকার টেন্ডার ছাড়াই মাদ্রাসটির পুরাতন ভবন বিক্রি করে মোটা অঙ্কের টাকা পকেটস্থ করেছেন। এমন অভিযোগ মাদ্রাটিতে জমি দাতা ছহির উদ্দিন প্রধানসহ অনেকের। অন্য দিকে মাদ্রাসাটির শিক্ষার্থীর অভিভাবক আশরাফুল ইসলামসহ অনেকের অভিযোগ মাদ্রাসাটিতে শিক্ষার্থীর সংখ্যাও হতাশাজনক। এবতেদায়ী শাখার অবস্থা সব চেয়ে নাজুক। মাদ্রাসাটির শির্ক্ষাীর সংখ্য ২ শত ২০ জন দাবি করা হলে বাস্তবে অনূর্ধ্ব ৮০ জন। ফলে মাদ্রাসার মান বাঁচাতে আশপাশের স্কুল, মাদ্রাসা থেকে ভাড়াটিয়া শিক্ষার্থী দিয়ে ৫ম শ্রেণির সমাপনি ও দাখিল পরীক্ষা সম্পন্ন করা হয়। এসব পরীক্ষার্থীর মধ্যে মাদ্রাসার শিক্ষক, কর্মচারীর ছেলে-মেয়ে ও আত্নীয় স্বজনও রয়েছে। মাদ্রাসাটির সুপার শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ সব অভিযোগ সঠিক নয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ মণ্ডল গণমাধ্যমকে বলেন, শিক্ষালয়ে শিক্ষার্থীই প্রাণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত