টাঙ্গাইলের উপশহর এলেঙ্গায় বিএনপির কয়েক নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত রোববার এলেঙ্গা বিরতি রিসোর্টে চাঁদা দাবি করায় রিসোর্ট কর্তৃপক্ষ উপায়ন্তর না পেয়ে কালিহাতীর দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিএনপি নেতাদের সুপারিশে মুচলেকা দিয়ে ছেড়ে আসে। এঘটনায় এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সদস্য রোকন মোল্লা, হুমায়ুন কবির, আলমগীর খালিদকে জেলা বিএনপির পক্ষ থেকে ৭২ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু ব্যক্তি উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। তারই ধারাবাহিকতায় গত রোববার এলেঙ্গার একটি রিসোর্টে বিএনপির নাম ব্যবহার করে কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করলে কর্তৃপক্ষ সেনাবাহিকে খবর দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্ত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন। আটককৃতরা হলেন, কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও এলঙ্গা পৌর বিএনপির সদস্য হূমায়ন করিব, এলেঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোকন মোল্লা ও এলেঙ্গা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলমগীর খালিদ। তারা সকলেই রাজাবাড়ী গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটুর সমর্থক। ইতোপুর্বে পৌর বিএনপি নেতাদের বিরুদ্ধে বহুমুখী দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল হালিম একটি চাঁদাবাজির অভিযোগ করেন। পরে থানা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে থানায় বসে বিষয়টি আপোষ রফা হয়। নাম প্রকাশ না করার শর্তে এলেঙ্গা বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ৫ আগস্ট সরকার পতনের কয়েকদিন পর থেকেই কয়েকজন লোক বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মহলে চাঁদাবাজি শুরু করেছে।