ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হালুয়াঘাটে কৃষকদের মধ্যে অর্থ বিতরণ

হালুয়াঘাটে কৃষকদের মধ্যে অর্থ বিতরণ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার গোবরাকুড়া ও ভূটিয়াপাড়া গ্রামের কৃষকদের নদীর পানি সেচের মাধ্যমে বোরো ধান উৎপাদনের জন্য ড্রেনেজ ব্যবস্থা তৈরি ও ডিজেল ইঞ্জিন প্রাপ্তির জন্য করণীয় শীর্ষক অ্যাডভোকেসি সভা ও সহ-বিনিয়োগের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার কারিতাস আঞ্চলিক কারিগরি বিদ্যালয় হলরুমে সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূটির আওতাভুক্ত বিভিন্ন ক্লাস্টারের সদস্যদের আয়োজনে ১২৮ প্রান্তিক কৃষকের মাঝে হাতে ৩ হাজার ৫শ টাকা,২১ জনকে ৫ হাজার ও ২জনকে ২ হাজার টাকা করে মোট ১৫১ জনকে এই নগদ অর্থ দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন,কারিগরি টেকনিক্যাল বিদ্যালয়ের প্রিন্সিপাল রানা সাল,কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত