সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ও মাষকলাই বীজসহ সার বিতরণ করা হয়েছে। তাদের এ চাষাবাদে উৎসাহ বাড়াতে এ বীজ ও সার বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ১২,১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বিভিন্ন সময় এসব বিনামূল্য বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে রোপা আমন ধানের বীজ পেয়েছে ৮৬০০ ও মাষকলাই বীজ পেয়েছে ৩৫০০ জন কৃষক। সেই সঙ্গে তাদেরকে ১০ কেজি রোপা আমন বীজ, ৫ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ড্যাপ সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়। সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ বিতরণ কর্মসূচি শুরু করে এবং বিনামূল্যে এসব সার ও বীজ পেয়ে খুশি হয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।