জাজিরায় সমলয় কৃষি প্রদর্শনীর আউশ ধান কর্তন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আহাদি মাদবরকান্দি গ্রামের ‘সমলয়’ কৃষি প্রদর্শনীর ২০ একরের উফশী জাতের আউশ ধান কর্তন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে আউশ ধান কর্তন করা হয়। জাজিরা উপজেলা কৃষি কর্মককর্তা কৃষিবিদ ওমর ফারুকের সভাপতিত্বে কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভদ সংরক্ষণ) আবুল হোসেন মিয়া, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রিয়াজুর রহমান, জেলা কৃষি প্রকৌশলী মোক্তার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এম সাইফুল হকসহ অন্যান্য মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
ওমর ফারুক জানান, সমলয় পদ্ধতিতে উচ্চফলনশীল আউশ ব্রিধান-৯৮ আবাদে হেক্টর প্রতি ৪.৫ টন ফলন পাওয়া গেছে। অন্যদিকে প্রচলিত পদ্ধতিতে একই জাতের আউশের ফলন পাওয়া গেছে হেক্টর প্রতি সাড়ে ৩ থেকে ৪ টন। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের ফলে কৃষকের সাশ্রয় হয়েছে একর প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা।