মুন্সীগঞ্জের শ্রীনগরে কামারগাঁও আল-আমিন ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জাফর ইকবাল এর পদত্যাগপত্র কার্যকর করতে বিক্ষোভ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
বুধবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে শ্রীনগর-দোহার আন্তঃসড়কের আল-আমিন বাজার হয়ে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়।
শিক্ষার্থীরা এ সময় দুর্নীতিবাজ ও অর্থ আত্মসাৎকারী অধ্যক্ষ জাফর ইকবালের পদত্যাগপত্র কার্যকর করতে হবে বলে স্লোগান দেয়।
গত ১৮ আগস্ট মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখে অধ্যক্ষ জাফর ইকবাল দুর্নীতির দায়ে অভিযুক্ত, অর্থ আত্মসাৎকারী, স্বজনপ্রীতি, অধ্যক্ষ, বাজে ব্যবহারকারী, চরিত্রহীনতার দায় স্বীকার করে নিজে মাদ্রাসার অধ্যক্ষের পদ থেকে লিখিতভাবে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
পরবর্তীতে অধ্যক্ষের পদত্যাগপত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে জমা দেন শিক্ষার্থীরা।