নতুন বাংলাদেশে নতুনভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবে মানিকগঞ্জবাসী। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অতীতের চেয়ে আরো উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য জেলা পুলিশ সবরকম প্রস্তুতি নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ‘শারদীয় দুর্গোৎসব ২৪’ উপলক্ষে থানা কম্পাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অর্নিবান কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন রাজবংশী, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীদাম চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক তুষার কর্মকার তেজেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অসীম কুমার বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, এস এম নুরুজ্জামান, সহসম্পাদক দেওয়ান আবুল বাশার প্রমুখ।