বীরগঞ্জে ব্লক পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে পৌরসভা ব্লক পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলামের সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থ বছরে দিনাজপুরের অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম। তিনি কৃষক কৃষানিদের সরকার কৃষকদের ভাগ্যে উন্নয়নের জন্য বিনামূল্য কৃষি উপকরণ দিয়ে যাচ্ছেন। কীভাবে ফসল উৎপাদন করলে কৃষকরা লাভবান হবেন। সেজন্য পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। কোনো প্রকার ফসলের সমস্যা হলে সঙ্গে সঙ্গে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অফিসার (অ ঋ ঙ) মোছা. সায়মা জাহান, উপ-সসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনসহ বীরবল পৌরসভার ৫০ জন কৃষক-কৃষানি।