অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি এবং দলবাজির মাধ্যমে হাবিপ্রবিতে সাম্প্রতিক ১৬জনের নিয়োগ বাতিলে লিখিত অভিযোগ দিয়েছেন নিয়োগবঞ্চিত সাধারণ শিক্ষার্থীরা। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি ) ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে এবছরের জুন মাসে ১৬ জনকে নিয়োগ দেয়া হয়। সাধারণ চাকরি প্রত্যাসীদের অভিযোগ শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম কামরুজ্জামানের নেতৃত্বে প্রশাসন অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি আর দলবাজির মাধ্যমে ১৬ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেন। এর মধ্যে ছয়জন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার পদধারী নেতা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১২ আগস্ট হল সমূহ খুলে দেয়া হয় আর একাডেমিক কাজ শুরু হয় ১৮ আগস্ট থেকে। কিন্তু নব নিয়োগপ্রাপ্ত ১৬ জনের মধ্যে বেশি সংখ্যক কর্মকর্তা কাজে যোগ দেননি। এর মধ্যে গত ৮ সেপ্টেম্বর একজন কর্মকর্তা এলে সাধারণ শিক্ষার্থীরা তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাস ঘুরিয়ে বিতাড়িত করেন। নিয়োগবঞ্চিত প্রাথীরা লিখিত অভিযোগ পত্রে ১৬ জনের নিয়োগ বাতিল করে মেধা ও সততার ভিত্তিতে নুতনভাবে নিয়োগ প্রদানের দাবি জানিয়েছেন। এবেপারে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনকারী কর্মকর্তা প্রফেসর ড হাসান ফুয়াদ এল তাজ বলেন নবনিয়োগ প্রাপ্ত কর্মকর্তার মধ্যে কয়েকজন চিহ্নত আছেন। সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হবে তাই এরা কর্মস্থলে আসেন না। যে ১৬ জনের নিয়োগ বাতিলের দাবি করা হয়েছে সেটা আমরা খতিয়ে দেখবো।