সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র থানা পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। যৌথবাহিনীর উদ্যোগে প্রায় ২ দিন ধরে ওই পুকুরের পানি সেচ দেয়া হয় এবং গত বৃহস্পতিবার বিকালে অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, উদ্ধার হওয়া অস্ত্র দুটির মধ্যে ১টি চাইনিজ রাইফেল ও ১টি শটগান। এ ছাড়া ওই পুকুর থেকে ১টি গ্যাস সেল, ১টি ওয়্যারলেস ও ২ রাউন্ড শটগানের গুলিও উদ্ধার করা হয়েছে। লুট করার পর দুর্বৃত্তরা অস্ত্র পুকুরে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ৭ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আরো ৯টি অস্ত্র এবং ৯১১ বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সরকার পতন আন্দোলনে এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, ভাঙচুরসহ অস্ত্র ও গুলি লুটের ঘটনা ঘটে। এ সময় হামলায় ওসিসহ ১৫ পুলিশ সদস্য নিহত হন।