ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে লাল বালু উত্তোলন ও গারো পাহাড়ি গোপের সমতল ভূমি গর্ত খুঁড়ে সাদা বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে উপজেলার খরস্রোতা ওই দুই নদী ছাড়াও পাহাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। গত শুক্রবার বিকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা বারমারী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বারমারী আন্ধারুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদা বালু উত্তোলনের কিছু সরঞ্জাম ধ্বংস করা হয়। পরে এসিল্যান্ডের ফেসবুক ওয়ালে এক সতর্কতামূলক লেখা পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আজকের অভিযানের কিছু স্থির চিত্র। লোভে পড়ে বা বালু খেকোদের কু পরামর্শে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজেকে জড়াবেন না। ধরা পড়লে কঠোর শাস্তির আওতায় আনা হবে। আগেই সতর্ক করা হলো। হাতে নাতে যাকে পাওয়া যাচ্ছে তাকেই শাস্তি দেয়া হচ্ছে। তাই এসব কাজে জড়িয়ে নিজের ও পরিবারের ক্ষতি করবেন না। নালিতাবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান লেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত