পশুর নদ ও সুন্দরবন রক্ষায় পরিবেশবাদীদের মানববন্ধন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ, শিল্প দূষণ ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে পশুর নদ বাঁচাও, সুন্দরবন বাঁচাও এই স্লোগানে পরিবেশ বাদীদের মানববন্ধন। পশুর নদে কয়লা ও তেলবাহী জাহাজডুবিতে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়ছে। পশুর নদের স্বাস্থ্য ভালো থাকলে সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা পাবে। জাহাজি বর্জ্য, কয়লা, তেল এবং প্লাস্টিক দূষণে সুন্দরবনের প্রাণ পশুর নদের জলজপ্রাণীর পপ্রজনন হুমকিতে পড়ছে। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে দাবি করে পরিবেশ বাদী কয়েকটি সংগঠন। বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে গতকাল শনিবার মোংলার পশুর নদের পাড়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধন ও প্রতীকী নদী পরিচ্ছন্নতা অভিযান পালন করাহয়। মানববন্ধন ও প্রতীকী নদী পরিচ্ছন্নতা কর্মসূচিতে পরিবেশযোদ্ধা নূর আলম শেখ।

এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা গীতিকার মোল্লা আল মামুন, ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার, শেখ রাসেল, তন্বী মণ্ডল, প্রদীপ সরকার প্রমুখ।