ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে ৮৬ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা

শেরপুরে ৮৬ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা

বগুড়ার শেরপুরে এবার ৮৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এরই মধ্যে বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও জাঁকজমকভাবে উদযাপনের লক্ষ্যে গত শুক্রবার বিকালে বর্ধিতসভা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পৌরশহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙণে ওই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত