ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছেলের আঘাতে মায়ের মৃত্যু, অভিযুক্ত আটক

ছেলের আঘাতে মায়ের মৃত্যু, অভিযুক্ত আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের দিঘলীপাড় গ্রামে প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম (৬০) ওই গ্রামের কালু মিয়া প্রধানের স্ত্রী। এ হত্যাকাণ্ডে জড়িত ছেলে নূরে আলমকে (২২) আটক করেছে পুলিশ। নিহতের বড় মেয়ে মায়া আক্তার জানান, আমার ছোট ভাই নুরে আলম মানসিক প্রতিবন্ধী। প্রায় সময়ই সে আমাকে এবং আমার মাকে মারধর করত। ঘটনার দিন বিকালে মায়ের সঙ্গে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে ঘরের দরজার সামনে দাঁড়ায় আমার ভাই। হঠাৎ মাকে দেখতে পেয়ে কোনোকিছু বোঝার আগেই একটি ইট নিয়ে দৌড়ে গিয়ে মাথায় আঘাত করে। আঘাত পেয়ে মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে নুর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ছানোয়ার হোসেন বলেন, রোকেয়া বেগমের পরিবারের লোকজন থানায় ফোন দিলে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনার সত্যতা পেয়ে নুর আলমকে থানায় নিয়ে আসা হয়। মূলত নুর আলম মানসিক রোগী। তাদের পরিবারের অনেকেই এই রোগে আক্রান্ত। তারপরও আমাদের তদন্ত অব্যাহত আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত