মোল্লাহাট উপজেলায় উপসহকারী প্রকৌশলী
৮ বছরের বাসাভাড়া পরিশোধের চিঠি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলা প্রকৌশলী অফিসে ৮ বছর চাকরির পর বাঘেরহাটের মোল্লাহাট উপজেলার বদলি হন উপসহকারী প্রকৌশলী কে. এম শহিদুল ইসলাম। যোগদানের পর থেকে ৮ বছর ধরে উপজেলা ক্যাম্পাসে সরকারি বাসাভাড়া নিয়ে থাকতেন। যার মাসিক ভাড়া ছিল ১৫০০ টাকা। ৮ বছরে দেড় লাখ টাকা ভাড়া বাকি পড়ে।
তিনি ভাড়া টাকা না দিয়ে ঘরটিতে তার ব্যবহৃত মালামাল রেখে বদলি হয়েছেন ২০২৪ সালের মার্চ মাসে। বর্তমানে তিনি বাঘেরহাটের মোল্লাহাট উপজেলায় উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। শ্যামনগর উপজেলা প্রকৌশলী বারবার ঘরভাড়া পরিশোধ ও ঘরটির দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে চিঠি দিয়েছেন। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, আমি অতিরিক্ত প্রধান প্রকৌশলৗ খুলনা বরাবর লিখিতভাবে জানিয়েছি। উপজেলা র্নিবাহী অফিসার সনজীব দাস বলেন- বিষয়টি আমি শুনেছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।