ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই জেলায় সড়কে নিহত তিন

দুই জেলায় সড়কে নিহত তিন

ফরিদপুর ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসনের বরাতে তথ্য পাঠিয়েছেন ফরিদপুরের নগরকান্দা ও কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি। ফরিদপুরের নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দি বাসস্ট্যান্ডের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে ভাঙ্গা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা নড়াইল কলেজের এইচএসসি পরীক্ষার্থী দিয়েছেন। তারা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের পুত্র তিতাস শেখ (১৮) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সাকু মোল্লার ছেলে উৎস মোল্লা (১৮)। এইচএসসি পরীক্ষা শেষে গত বৃহস্পতিবার ৪টি মোটরসাইকেলযোগে ৮ বন্ধু কুয়াকাটায় ভ্রমণ শেষে সোমবার নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ খাইরুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহত দুজনই নড়াইল কলেজের ছাত্র।

তারা কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন। একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে নেয়ার পর মারা যায়। কক্সবাজারের চকরিয়ায় একটি ইটবোঝাই ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) চাপায় জিল্লুর রহমান জুয়েল (২৮) নামে এক বাইক চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত