ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পিলখানা হত্যাকাণ্ড

কারাবন্দিদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

কারাবন্দিদের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। গতকাল সোমবার মুন্সীগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মুন্সীগঞ্জে প্রেসক্লাবের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। পরে মানববন্ধন শেষে দ্রুত নিরপরাধ কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন স্বজনরা। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করে। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, কারাবন্দি বিডিআর ল্যান্স নায়েক বদিউল আলমের মেয়ে সুমাইয়া আক্তার, চাকরিচ্যুত বিডিআর নায়েক আলমগীর হোসেন, সদস্য সবুজ সরকার, রিপন, ইসমাইল, বিডিআর সদস্য আক্তার হোসেনের মেয়ে আনিতা আক্তারসহ আরো অনেকে।

এর আগে মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে অসংখ্য বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয় এবং মামলায় ফাঁসানো হয়। ফলে দীর্ঘদিন কারাবন্দি থাকা বিডিআর সদস্যদের মুক্তি দেয়ার দাবি জানান। একই সঙ্গে তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানানো হয়। এ সময় শিগগিরই দাবি আদায় না হলে সড়কে অবস্থান নিয়ে জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত