ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন এর অনিয়ম-দুর্নীতি ও বৈধ প্রভাষককে বাদ দিয়ে অবৈধভাবে অন্য ব্যক্তির নামে এমপিওভুক্তির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে দুই প্রভাষক। গতকাল সোমবার সংবাদ সম্মেলন করেন ওই প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (মার্কেটিং) বিষয়ের প্রভাষক সত্যেন্দ্রনাথ সাজোয়াল ও ইসলাম শিক্ষাবিষয়ের প্রভাষক আফতাবুর রহমান। প্রভাষক সত্যেন্দ্রনাথ সাজোয়াল বলেন, আমরা বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত হয়ে ২০১৫ সালে যোগদান করি এবং আমার সহকর্মী আফতাবুর রহমান ২০১৩ সালে যোগদান করে। পরবর্তীতে এমপিওভুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন। আমরা অস্বীকৃতি জানালে তৎকালীন সভাপতি ও মজিবুল আলম শাদাত ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন আমার পদে স্বপন কুমার রায় ও আফতাবুর রহমানের পদে তৈয়ব আলীকে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্তি করেছেন বলে জানতে পেরেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত