সিরাজগঞ্জের যমুনা নদীর মোড় এলাকা থেকে প্রায় ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। গতকাল সোমবার সকালে এ মাছ বিক্রি করার জন্য বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডার মোড় বাজারে তোলা হয় এবং দাম হাঁকা হয় অর্ধলাখ টাকা। এ সময় ওই মাছ দেখার জন্য ভিড় জমায় উৎসুখ জনতা। জানা যায়, যমুনার পাড় এলাকার জেলেরা প্রতিদিনের ন্যায় রোববার গভীর রাতে যমুনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় তাদের জালে ওই বাঘাইড়টি ধরা পড়ে। এ মাছ ওই বাজারে তোলার পর দাম চাওয়া হয়েছে অর্ধলাখ টাকা। স্থানীয় অনেক ক্রেতা ৩৫ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম করেছে। মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর জেলেদের জালে এই বড় বাঘাইড় মাছ ধরা পড়েছে। যে কারণে মাছটি বিক্রির ক্ষেত্রে একক ক্রেতা পাওয়া যায়নি। অবশেষে এই বাঘাইড় মাছটি কেটে ১২০০ টাকা কেজিতে বিক্রি করছি।