ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাড়ে চার কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

সাড়ে চার কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

ভারতে পাচারকালে যশোরের বেনাপোল থেকে সাড়ে চার কেজি ওজনের চার কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

গতকাল মঙ্গলবার বেনাপোল পোর্ট থানার আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

গ্রেপ্তার মাহফুজ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লার ছেলে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোল সদর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মাহফুজ নামে একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সাড়ে চার কেজি ওজনের চার কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ছাড়া তিনটি মোবাইল ফোন ও জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটক ব্যক্তিকে স্বর্ণের বার ও মোবাইল ফোনসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত