মানবপাচারকারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে মানব পাচারকারী এনামুল হকের বিরুদ্ধে হয়রানি, অর্থ আত্মসাৎতের অভিযোগ এনে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গতকাল পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া বাজার স্মাট কনভেনশন সেন্টারে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এ সময় মানববন্ধনে উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া মীরা পাড়া ৮নং ওয়ার্ডের রহমান মিয়ার পুত্র মানবপ্রচারকারী এনামুল হকের বিচার দাবি করেন।

মানবপাচারকারী এনামুল হকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে উপস্থিত হয়ে পুঁইছুড়ি ইউপির নুর মোহাম্মদ, মহিউদ্দিন, পেকুয়া শীলখালী এলাকার শহীদুল কবির, আবু ছিদ্দিক, ছনুয়া এলাকার কামরুল হাসানসহ ৯ জনকে কানাডা নিয়ে যাওয়ার কথা বলে ১০ লাখ টাকার চুক্তিতে প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন।