ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাগলা কুকুরের কামড়ে আহত ৪৭

পাগলা কুকুরের কামড়ে আহত ৪৭

রাঙামাটির পৌর এলাকার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারীসহ ৪৭ জন আহত হয়েছেন। (গত মঙ্গলবার সকাল থেকে বুধবার) দুপুর পর্যন্ত একদল পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়েছেন।

এদের মধ্যে গত মঙ্গলবার ১৫ জন এবং গতকাল বুধবার ৩২ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে ভ্যাকসিন দেয়া হয়েছে। আহত ও হাসপাতাল, পৌর শহরের বিভিন্ন রাস্তায় পাগলা কুকুরের আক্রমণ বেড়ে গেছে। বিশেষ করে বনরুপা, রাজবাড়ী, দোয়েল চত্তর, কলেজ গেইট এলাকাসহ বিভিন্ন স্থানে যাকে পাচ্ছে শরীরে কিংবা পায়ে কামড় বসিয়ে দিচ্ছে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে আসে। এ নিয়ে পৌর শহরে আতঙ্ক বিরাজ করছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান পাগলা কুকুরের কামড়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের ভ্যাকসিন দেয়া হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত