উখিয়ায় বাল্যবিয়েমুক্ত ইউনিয়ন ঘোষণা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বাংলাদেশ সরকারের বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর সফলতা আনায়নে শেড উখিয়া এপি ‘বাল্যবিবাহ নিরোধে’ বিশদ পরিকল্পনা হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে উখিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেলথ এ্যাক্সটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড) কর্তৃক জালিয়া পালংকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেেেশ অর্থায়নে ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড) এর বাস্তবায়নে জালিয়া পালং ইউনিয়ন পরিষদ, ভিডিসি, শিশু ও যুব ফোরামের আয়োজনে জালিয়া পালং ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। জালিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন কক্সবাজার এসিও লাইভলিহুড স্পেশালিস্ট সুভাশিষ চাকমা, ইনানী পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো. শাহজাহান, মেম্বার কামাল হোসেন দূর্জয়, মেম্বার মাওলানা জালাল উদ্দীন, মেম্বার জাগির হোসেন, মাস্টার এখলাছুর রহমান। প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ও সমাজ গঠনের জন্য ঘোষণাপত্র স্বাক্ষর ও শপথ নামা পাঠ করা হয়। পরে জালিয়া পালং ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত বোর্ড হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগামী দিনে উপজেলার সবগুলো ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত করার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।