জয়পুরহাট রেলের সম্পত্তির উপড় গড়ে তোলা অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করেছে রেল বিভাগ। গতকাল বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল, রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, জয়পুরহাট জেলা প্রশাসনের সিনিয়ার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলা শহরের রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তিতে অবৈধ অর্ধশতাধিক স্থাপনা গড়ে গড়ে উঠে। বারবার নোটিশ দেয়ার পরও সরিয়ে নেয়া হয়নি।