পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা আরজিনা খাতুন (৪৫) ও মেয়ে অরশা খাতুনের (১৩) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার আতইকুলা ইউনিয়নের কাচারপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন ওই গ্রামের নবাব উদ্দিন খানের স্ত্রী -মেয়ে। মেয়ে অরশা খাতুন কাচারপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বাড়ির টিনের ঘরের টিনের নিচে বৃষ্টির পানিতে গোসল করতেছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়াল ঘরে উঠতে বসে লোহার দড়জায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎপৃষ্টে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। একনজর দেখতে বাড়িতে ভীর করছে স্থানীয়রা।

নিহতের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কন্ঠে বলেন, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পরাচ্ছি। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।

আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, বৃষ্টিতে গোসল করে গোয়াল ঘরে উঠতে গিয়ে প্রথমে মেয়ে বিদ্যুতায়িত হোন। পরে তাকে উদ্ধার করতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মা-মেয়ে মারা গেছে।