নদী খনন ও টেকসই বাঁধ নির্মাণের দাবি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

টেকসই বাঁধ নির্মাণ, নদী খনন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ। প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহ আলম বাদল। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভারতের পানিসন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে, আন্তর্জাতিক নদী শাসন নীতি, ও পানি বণ্টন আইনের আওতায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় বক্তারা পানি সন্ত্রাসী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে ক্ষতিপূরণ আদায় করার দাবি, ফেনী নদীসহ বিভিন্ন নদীতে ভারতের বাঁধ, ড্যাম তৈরি, পাম্প বসিয়ে একতরফা পানি উত্তোলনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি, আন্তর্জাতিক পানিবণ্টন আইন অনুযায়ী আন্তসীমানার নদীগুলোতে পানির ন্যায্য হিস্যা দাবি জানান। মানববন্ধনে ছোট ফেনী নদী ও মুহুরী নদীসহ সব নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি, মুছাপুর ক্লোজার পুনঃ নির্মাণের দাবি, নদী-নালা, খাল-বিল অবৈধ দখল মুক্ত করার দাবি, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবি, স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করার দাবি ও বন্যায় ক্ষতিগ্রস্ত সব পরিবারের তালিকা করে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন নিশ্চিত করার দাবিসহ মোট ৮টি দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয় জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা এবি পার্টির নেতা আফলাতুন বাকী, নজরুল ইসলাম কামরুল, হাবিব মিয়াজী, সাহাদাত সাজু, সদর উপজেলা এবি পার্টির। নেতা আবু সাঈদ, পৌর এবি পার্টির নেতা আবুল কালাম আজাদ সেলিম, অধ্যাপক রেজওয়ানুল খায়ের, আনোয়ারুল হক স্বপন, সোনাগাজী উপজেলা এবি পার্টির নেতা অধ্যাপক রহমত উল্লাহ, ওয়াসিউর রহমান খসরু, ছাগলনাইয়া উপজেলা এবি পার্টির নেতা জহিরুল আলম মজুমদার, জিয়াউল করিম তালুকদার, জেলা এবি পার্টির নারী নেত্রী জাহানারা আক্তার মনি, রোকসানা আক্তার সানু, জেলা যুব পার্টির নেতা সফিউল্লাহ পারভেজ ও ইব্রাহীম সোহাগ।