ভূমি অধিকার সমাবেশ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতিষ্ঠিত হোক প্রকৃত ভূমিহীনদের ভূমিতে অধিকার ও মানবাধিকার- স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা কনফারেন্স রুমে ভূমিহীনদের সংগঠন জনসংগঠন ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জনসংগঠন ঐক্য পরিষদের সভাপ্রধান নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী রাণী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদ আলী, দৈনিক আলোকিত বাংলাদেশ ও জিটিভি’র জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো, রাণীশংকৈল জনসংগঠন ঐক্য পরিষদের সভাপ্রধান গজেন্দ্র নাথ, পীরগঞ্জ উপজেলা জনসংগঠন সমন্বয় পরিষদের সভাপ্রধান অবিনাশ চন্দ্র রায়, সদর উপজেলা জনসংগঠন সমন্বয় পরিষদের সভাপ্রধান রাজকুমার রায়সহ জনসংগঠনের নেতারা। সমাবেশ শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে গ্রামীণ ভূমিহীন ও কৃষি শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান-দারিদ্র বিমোচন ও মৌলিক মানবাধিকারসহ ৯ দফা দাবি পূরনের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তারা বলেন- আওয়ামী লীগ সরকার বলেছিল দুখী মানুষের মুখে হাসি ফোটাবে, নিম্নআয়ের মানুষের মুখে অন্ন তুলে দিবে, ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত দেশ গড়বে, ছাত্রদের হাতে তুলে দিবে বই, স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোঁড়ায় পৌঁছে দিবে। কিন্তু আজও বদি ভূমিহীন হতদরিদ্র মানুষেরা সারা বছর প্রচণ্ড তাপদাহ, শীত ও ঝড়বৃষ্টি বাদলে পরিশ্রম করে না উপায়ে জীবিকা নির্বাহ করছে। বক্তারা আরো বলেন- এই ভূমিহীন পিছিয়ে পড়া মানুষেরা দেশবাসির জন্য খাদ্য উৎপাদন করছে। কিন্তু তাদের না আছে খাদ্য গ্রহণের অধিকার, না আছে কর্মসংস্থানের সুযোগ, না আছে মজুরি প্রাপ্তির নিশ্চয়তা। না জীবনের অন্যান্য মৌলিক অধিকারের আইনি ব্যবস্থাপনা। তারপরও বাঁচার জন্য সংগ্রাম করে যাচ্ছে।