পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়টিকে একটি পূর্ণাঙ্গ মানসম্মত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এতে সবাইকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।
এর আগে গত বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
ড. কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। এদিকে নতুন এই উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন ও শিক্ষকরা। এর আগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।